আপনার আয়করের পরিমাণ কমাতে কখন বিনিয়োগ করবেন এবং কোন কোন জায়গায় বিনিয়োগ করবেনঃ
ক) কখন বিনিয়োগ করবেন
একজন করদাতা চলমান আয়বর্ষের ৩০ জুন সময়ের মধ্যে বিনিয়োগ কিংবা দান করলে তিনি বিনিয়োগ ও দানকৃত অংকের ১৫% সরাসরি আয়কর রেয়াত পাবেন ।
খ) একজন করদাতা নিম্নলিখিত ক্ষেত্রে বিনিয়োগ কিংবা দান করলে তিনি বিনিয়োগ ও দানকৃত অংকের ১৫% সরাসরি আয়কর রেয়াত পাবেন।
বিনিয়োগের খাত: একজন করদাতার বিনিয়োগ ও দানের খাতের তালিকা নীচে দেয়া হলো:
- জীবন বীমার প্রিমিয়াম।
- স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা।
- সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা।
- কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা
- সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা।
- যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনমন স্কীমে বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০/- টাকা বিনিয়োগ।
- সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ
- বাংলাদেশের ষ্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানীর শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ।
- বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারী বন্ডে বিনিয়োগ;
দান:
- যাকাত তহবিলে দান।
- জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোন দাতব্য হাসপাতালে দান।
- প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান।
- মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান।
- আগাঁ খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান।
- আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান।
- ICDDRB তে প্রদত্ত দান
- CRP, সাভার এ প্রদত্ত দান।
- সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান।
- এশিয়াটিক সোসাইটি , বাংলাদেশ এ দান।
- ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান।
- মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে অনুদান।
- জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান।